বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা বাড়ছেই। সেই সাথে বাড়ছে তারকাবহুল ছবির সম্পর্কে নানা তথ্য জানার কৌতূহল। খবরের শিরোনামেও তাই ‘জওয়ান।’ এবার জানা গেল ছবির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন সেই তথ্য।
এমনিতে সিনেমার জন্য শাহরুখ পারিশ্রমিক নেন ৫০-৬০ কোটি রুপি। তবে ‘পাঠান’-এর সাফল্যের পরে শাহরুখের ক্যারিয়ার এখন তুঙ্গে। ‘জওয়ান’ ছবির জন্য শাহরুখ পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি।
‘জওয়ান’-এর জন্য দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা নয়ন তারা নিয়েছেন ১১ কোটি রুপি। বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি রুপি। সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামনিকে ১ কোটি রুপি করে পারিশ্রমিক দেয়া হয়েছে সিনেমাটির জন্য।
এই ছবির বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকাকে। টিজারেও মিলেছে দীপিকার ঝলক। সেই ছবিতে অভিনেত্রী বিনা পারিশ্রমিকে কাজ করেছেন কিনা তা নিশ্চিত হয়। এমনিতে দীপিকা প্রতি ছবিতে কাজ করার জন্য ১৫-৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।
অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।
সূত্র: কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।