বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে আরিফিন শুভ’র চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রুপকার’। বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনীমুলক এই চলচ্চিত্রে মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। দেশের গন্ডি পেরিয়ে সিনেমাটি ভারতেও মুক্তি পেয়েছে।
সম্প্রতি সিনেমাটির প্রচারে মুম্বাইয়ে রয়েছেন আরিফিন শুভ। সেখানেই ভারতীয় এক পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে মুজিব সম্পর্কে কথা বলেন শুভ। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে মুম্বাই প্রসঙ্গে আরিফিন বলেন, “মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে।
তারা আত্মবিশ্বাসের সাথে আমাকে অরবিন্দ বলে এবং আমি বলি, হ্যাঁ হ্যাঁ। আমি তাতে ঠিক আছি। মুজিব টিম এবং কলাকুশলীদের সাথে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।”
সাক্ষাৎকারে হিন্দিতে বেশ সাবলীলভাবে কথা বলেছেন আরিফিন শুভ।
হিন্দিতে এতো সাবলীল কথা কিভাবে বলেন, এমন প্রশ্ন করতেই শাহরুখ খানের নাম উল্লেখ করে আরিফিন ঠাট্রা করে বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সমস্ত বলিউড তারকাদের দোষ দিন।’
তিনি কি হিন্দি সিনেমা দেখেন?- এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, “এটা কি অনিবার্য নয়? বাংলাদেশে বলিউডের প্রভাব ব্যাপক কারণ আমরা পাশাপাশি সীমান্তের। আমার অনেক উত্তর ভারতীয় বন্ধু এবং পাঞ্জাবি বন্ধু রয়েছে।”
বলিউডে কাজ করার আকাঙ্খা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে আমি জানি না।’
তিনি বলিউডের চলচ্চিত্র এবং ওটিটিতে ভারতীয় কন্টেন্ট নিয়মিত দেখেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) খুব ভক্ত ছিলেন। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সাথে সাদা-কালো ছবি দেখতাম। আমি শোলে থেকে জওয়ান, পাতাল লোক’সহ সবকিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।”
কলমি শাকে চিংড়ি মাছ রান্নার দুর্দান্ত রেসিপি, যা জিভে লেগে থাকবে
‘মুজিব : একটি জাতির রুপকার’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।