জুমবাংলা ডেস্ক : জগতে চা-খোর মানুষের অভাব নেই। কিন্তু এই চায়ের নেশা যদি পেয়ে বসে কোনো গরুকে তবে তাকে অদ্ভুত কাণ্ড না বলে উপায় নেই। সত্যি সত্যিই এবার চা-খোর গরুর সন্ধান মিলেছে। তাও আবার বাংলাদেশেই। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামের লাল্টু শেখের সেই চা-খোর গরু নিয়ে এলাকায় হুলস্থুল পড়ে গেছে। শুধু চা নয়, পাউরুটি, কলা এবং বিস্কুটও খায় গরুটি। মানুষের মতোই তার অভ্যাস।
দোকানদার লাল্টু শেখ জানান, মাত্র তিন মাস বয়স থেকেই নিয়মিত চা খায় তার গরু। তাও আবার নিয়ম করে। বিশেষ করে আসর ওয়াক্তে তাকে চা দিতেই হয়। প্রতিদিন এই সময়ে দোকানে এসে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে গরুটি।
চা দিতে একটু দেরি হলে অসংলগ্ন আচরণ করতে থাকে সেটি। গরুটি যে চায়ে ভীষণভাবে আসক্ত তা এরইমধ্যে জেনে ফেলেছেন এলাকাবাসী। তাই মজা করে গরুটিকে ‘সেই রকম চা-খোর’ বলে ডাকেন তারা।
লাল্টু শেখ গরুটি লালন-পালন করছেন আড়াই বছর ধরে। তার আরও কয়েকটি গরু থাকলেও শুধু এই গরুটিই মাত্র তিন মাস বয়স থেকে চা, পাউরুটি, কলা এবং বিস্কুট খাওয়া শুরু করে। এলাকাবাসী গরুটির এমন অদ্ভুত খাবার অভ্যাস দেখে রীতিমতো স্তম্ভিত। তারা বেশ মজা করেই গরুর চা খাওয়ার দৃশ্য উপভোগ করেন।
লাল্টু শেখ বলেন, গরুটি তার খুব প্রিয়। প্রায় আড়াই বছর ধরে প্রতিদিন আসর নামাজের পর একদম নিয়ম করে চা খায়। সকালে তার অন্যান্য গরুর সাথে মাঠে ঘাস খেতে যায়। ঘাস খাওয়া শেষ করে বিকেলে অন্য সব গুরু তার গোয়ালে চলে যায়।
কিন্তু চা-খোর গরুটি সোজা তার দোকানে চলে আসে। চা-ভর্তি কেতলি রাখা চুলার পাশে ঠাঁয় দাঁড়িয়ে থাকে। চা না পাওয়া পর্যন্ত সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চা দিতে দেরি হলে হাম্বা হাম্বা ডাকে অস্থির করে তোলে। তার আচরণই পাল্টে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।