লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেলেন ষষ্টি হালদার

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলার উথলী বাজার থেকে লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার বিএনপি নেতাদের সহযোগিতায় ফেরত পেয়েছেন ব্যবসায়ী ষষ্টি হালদার।

শনিবার দুপুরের দিকে জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় লুট হওয়া মাছের খাবার উদ্ধার করে হস্তান্তর করেন।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা উথলী বাজারের ব্যবসায়ী ষষ্টি হাওলাদারের মাছের খাবার লুট করে।

গত ৬ আগস্ট চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক হাসান মাহমুদ খান বাবু এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠকে তিনি লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। আর কারা মালামাল লুট করেছেন তাদের তালিকা প্রস্তুত করতে বলেন।

এদিকে পরের দিন সকাল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন এবং সহযোগিতা হিসেবে অনুদান দেন হাসান মাহমুদ খান বাবু। এছাড়া জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সহিংসতা ও অন্যায় রোধে কঠোর হওয়ার নির্দেশ দেন।

জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান নির্দেশ দেওয়ার পর দলীয় নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছেন। তিনি ইতোমধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে অনুদান দিয়েছেন। আজ লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার উদ্ধার করে হস্তান্তর করা হলো। লুট হওয়া সব মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমাদের নেতা-কর্মীরা কাজ করছেন।