জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে আগুন লেগেছে। শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে অবস্থিত এ বাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
১০ মিনিট পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট যোগ দেয়। ৩টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুনে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।