সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর থানার বিতর্কিত ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ) তাকে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে বলে এক অফিস আদেশের মাধ্যমে জানিয়েছেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
এর আগে গতকাল রবিবার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তিন উপ-পরিদর্শককে নিয়ে “সিংগাইরে ওসি-এসআই সিন্ডিকেটের নগ্রেফতার বাণিজ্য!” শিরোনামে সংবাদ প্রকাশ করে জুমবাংলা।
জানা যায়, সিংগাইর থানায় যোগদানের পর থেকেই ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের পছন্দের উপ-পরিদর্শক (এসআই) দিয়ে থানায় গড়ে তুলেছেন সিন্ডিকেট বাহিনী। আর তাদের দিয়েই গত ৬ মাসে কামিয়েছেন প্রায় কোটি টাকা। ওসি ও তার সিন্ডিকেট বাহিনীর গ্রেফতার বাণিজ্যের তথ্য উঠে এসেছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।