জুমবাংলা ডেস্ক : ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকায় ফিরছে মানুষ। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স ও ফিটনেস সনদবিহীন বাস চালানোর দায়ে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বাজার স্টেশন ও কড্ডার মোড় এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক।
আভিযানিক দল জানায়, সিরাজগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে ভাড়া মূল্য না লেখা, কাউন্টারে সিরাজগঞ্জ-ঢাকা রুটের মূল্য তালিকা না থাকাসহ লাইসেন্স ও ফিটনেস সনদবিহীন গাড়িগুলোকে জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।