জুমবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলার বড় ও ছোট ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই ও দুই কেজির ৫০টি ইলিশ মাছ। একই সময় আকারে আরেকটু ছোট ইলিশ ধরা পড়েছে ১৫০ কেজি। মঙ্গলবার রাতে সব মিলিয়ে জেলেদের জালে ছয় মণের বেশি ইলিশ ধরা পড়ে।
বুধবার ভোরে মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলামে তুললে তিন জন মাছ ব্যবসায়ী তিন লাখ ৯০ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে বাজারে এনে বড় ৫০টি মাছ এক লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, উপজেলার চর খোন্দকার ও আদর্শগ্রাম এলাকার জেলে মানিক মিয়া, সফি উল্লাহ, আবদুল মতিন ও নুর নবী চারটি ট্রলার নিয়ে মঙ্গলবার বিকালে মাছ ধরতে বড় এবং ছোট ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ার কমতে থাকায় জালে বড় বড় ইলিশ ধরা পড়ে। পাশাপাশি ছোট ইলিশও ধরা পড়ে।
বড় ফেনী নদীর জেলে আবদুল মতিন জানান, তারা চার জন মিলে ৩ লাখ ৯০ হাজার ৮০০ টাকায় সব ইলিশ মাছ বিক্রি করে দিয়েছেন।
মাছ ব্যবসায়ী নেয়ামত উল্লাহ বলেন, আড়াই কেজি ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি দরে, দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার টাকা কেজি দরে এবং এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। অন্য ইলিশগুলো এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
বাজার থেকে আড়াই কেজি ওজনের দুটিসহ পাঁচটি মাছ ১৫ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে বাড়ি ফিরছিলেন আবদুর রহিম। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে তিনি প্রবাসে থাকেন। ছুটিতে দেশে এসেছেন। ইলিশ তার প্রিয় মাছ। বড় ইলিশ দেখে এতগুলো একসঙ্গে কিনেছেন।
উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। ফলে নদীতে টানা ও বসানো জালে এখন বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়তে শুরু করেছে।
আগামীতে আরও বড় বড় মাছ ধরা পড়বে বলে তিনি আশা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।