শখের বশে মাছ শিকার করতে গিয়ে পেলেন ২৩ কেজির কোরাল

জুমবাংলা ডেস্ক : শখের বশে মাছ শিকার করতে গিয়ে কর্ণফুলী নদী থেকে ২৩ কেজি ওজনের বিশাল এক কোরাল মাছ পেয়েছেন কাপ্তাই পিডিবির কর্মচারী মো. আলী হোসেন।

কোরাল মাছ

গতকাল মঙ্গলবার (১ আগষ্ট) বিকেলে কাপ্তাই পিডিবি এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীতে বড়শি ফেলে বিশাল এই মাছ শিকার করেন আলী হোসেন। পরে সেই কোরাল মাছটি ২৩ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

মরুভূমির খেজুর চাষে সফল উদ্যোক্তা নুরুল আলম

আলী হোসেনের মেয়ে আফরিনা আক্তার প্রমি জানান, শখের বশে প্রায়ই নদীতে মাছ শিকার করেন তাঁর বাবা। এর আগেও তিনি নদী থেকে বেশ বড় বড় মাছ শিকার করেছেন। প্রায় ৩০ কেজি ওজনের কোরাল মাছ ধরার রেকর্ডও আছে তাঁর।