জুমবাংলা ডেস্ক: সাভারের বিরুলিয়ায় টাকা না দেওয়ায় মাকে মারধর করেছে ছেলে। টাকা না পাওয়ার অভিমানে সেই ছেলে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এমন সময় ছেলেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করেন মারধরের শিকার মা। পরে তাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস। এর আগে রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক কিশোর বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের এক পোশাক শ্রমিকের ছেলে। সে স্থানীয় রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ জানায়, গতকাল রাতে ওই এলাকার সায়েম হাসান রাফি তার মায়ের কাছে খরচের টাকা চায়। এই টাকা না দেওয়ায় মাকে মারধর করে সে। পরে টাকা না পেয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধার করে এবং মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস কালের কণ্ঠকে বলেন, ওই ছেলে এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল। চাহিদার চেয়ে বেশি টাকা চায় তার পরিবারের কাছে। দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। উদ্ধার করে ছেলের বিরুদ্ধে মা বাদী হয়ে আত্মহত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মা পুলিশকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে মামলা না দিলে সে যদি আবার আত্মহত্যার চেষ্টা করে! জেলে থাকলে অন্তত ছেলে বেঁচে তো থাকবে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।