জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে ঈদ উল আজহা উপলক্ষে বেড়েছে শসা ও কাঁচা মরিচের দাম। উপজেলার বিভিন্ন বাজারে বর্তমান খুচরায় শসা বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকা ও কাঁচা মরিচ প্রতিকেজি ১২০ টাকা দরে।
ক্রেতাদের অভিযোগ ঈদকে সামনে রেখে হঠাৎ করেই বাজারে শসার দাম কেজিপ্রতি ৬০-৭০ টাকা ও কাঁচামরিচের দাম কেজিতে ৮০-১০০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে অধিক মূল্যে শসা এবং মরিচ বিক্রি করছে বলে ক্রেতাদের দাবি।
তবে ব্যবসায়ীরা বলছেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সরবরাহ কম এবং পরিববহণ ব্যয় বেশি হওয়ায় বাজারে শসা এবং কাঁচা মরিচের দাম বেড়েছে।
বুধবার উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট বাজার ঘুরে দেখা যায়, শসা এবং কাঁচা মরিচের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেঁয়াজসহ বিভিন্ন দ্রব্যের দামও বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়।
পাইকারি সবজি ব্যবসায়ী ছকমল হোসেন বলেন, বাজারে শসা এবং কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়া এবং পরিববহণ ব্যয় বেশি হওয়ায় বাজারে দাম ওঠানামা করছে। বাইরে থেকে বাজারে ঠিকমত মরিচ এলে দাম কমে, আর না এলে দাম বেড়ে যায়। উলিপুর, রাজারহাট, বড়বাড়িসহ বিভিন্ন এলাকা থেকে মরিচ নিয়ে এসে ব্যবসায় করছেন বলে জানান তিনি।
খুচরা ব্যবসায়ী সুমন মিয়া জানায়, বন্যা হয়ে যাওয়ায় শসা এবং মরিচের গাছে বাবদ দেখা দেওয়ায় উৎপাদন কমেছে ফলে খুচরা মূল্য বৃদ্ধি পেয়েছে।
থানাহাট বাজারের সবজি ব্যবসায়ী বাবুল মিয়া, আবুল কালাম আজাদ, আবু বক্কর সিদ্দিক, শাহ আলম ও নান্টুসহ অনেকে জানান, গত দুদিন আগে অর্থাৎ ঈদের দিন প্রতিকেজি মরিচ ২০০ টাকায় বিক্রি হয়েছে এবং শসা ১২০ টাকায়। বর্তমানে শসা ৮৫ টাকা কেজি দরে কিনে ১০০ টাকায় বিক্রি করছি। অপরদিকে ১০০ টাকা কেজি দরে মরিচ কিনে ১২০ টাকায় বিক্রি করছি।
বাজারে আসা সবজি ক্রেতা খলিলুর রহমান, খোরশেদ আলম ও মিজানুর রহমান বলেন, গত কয়েক দিন আগে কাঁচা মরিচের কেজি কিনেছি ৩০-৪০ টাকা। আজ সে মরিচ কেজিতে ৩০-৪০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়েছে, শসার ক্ষেত্রেও তাই। সরবরাহ সংকটের কথা বলে বেশি দামে শসা ও মরিচ বিক্রি করলেও বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানে পর্যাপ্ত পরিমাণে শসা ও মরিচ রয়েছে। কয়েক দিনের ব্যবধানে কীভাবে কেজিতে দ্বিগুণেরও বেশি দাম বাড়ল এর কোনো সঠিক জবাব নেই ব্যবসায়ীদের কাছে বলেও জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে। বাজারে শসা ও কাঁচামরিচের মূল্যবৃদ্ধির বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।