সৌরভকে ভালোবেসে আজীবন অবিবাহিত থাকলেন এই অভিনেত্রী

সৌরভ

বিনোদন ডেস্ক : বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। অনেক ক্রিকেটারের সঙ্গে বলিউড নায়িকার নাম জড়িয়েছে। বহু অভিনেত্রী তার উজ্জ্বল ভবিষ্যত ছেড়ে গাটছড়া বেধেছেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের সঙ্গে। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা পরিনতি পেলেও, কারও কারও ভালোবাসা একতরফাই থেকে গেছে যে কারনে পরবর্তীতে অবিবাহিত থেকেছেন।

সৌরভ

একসময় ক্রিকেটের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র হওয়ার পাশাপাশি সৌরভ গাঙ্গুলী অনেক তরুণীর স্বপ্নের রাজকুমার ছিলেন। শোনা যায় ৯০ এর দশকের নায়িকা নাগমা সৌরভের প্রেমে হাবুডুবু খেতেন। যদিও তখন সৌরভ বিবাহিতই ছিলেন, তাই তার স্ত্রী ডোনাকে ছেড়ে তিনি আর এই অভিনেত্রীর ভালোবাসার জালে পা দেননি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক, সৌরভ গাঙ্গুলী ২০০১ সালে নাগমার সাথে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে ছিল। এমনকি অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে নাকি গোপনে দুজনের গাঁটছড়া বাঁধার কথাও ছিল, যা তারা অস্বীকার করে। এরপরেও, দুজন আলাদা হয়ে যান এবং কারণটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। যখনই ভারত কোনো ম্যাচ হারত, লোকেরা নাগমাকে সৌরভের জীবনে বিভ্রান্তির জন্য দায়ী করত।

২০০৯ সালে একটি সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে নাগমা প্রথম মুখ খুলেছিলেন। সেই সংবাদ সম্মেলনে তিনি সৌরভ এর নাম না নিয়ে বলেন, তার জীবনের ফেলে আসা সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা তিনি কখনো ভুলতে পারবেন না। পুরো বিষয়টাই তাকে অবাক করে দিয়েছিল।

আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

নাগমা অবশ্য স্বীকার করেছেন সম্পর্ক সত্যি হলে সেটা ছেড়ে চলে যাওয়া যায়না। সেই সম্পর্ক যদি সত্যি হয় তাহলে তার জন্য মানুষ নিজের পরিবারের সঙ্গেও লড়াই করে। তবে এক্ষেত্রে কোথাও লড়াইয়ের জায়গা ছিল না। নাগমা কখনও সৌরভের নাম না নিলেও নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয়নি তিনি কার সম্পর্কে বলেছেন। অবশ্য সৌরভকেও এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি।