বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিট ১৪ সেকেন্ডের গা শিউরে ওঠা এক ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ লাশ ভ্যানে তুলছে পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। এমন লোমহর্ষক ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।
এ ঘটনায় স্তব্ধ হয়েছেন অনেকেই, বাদ যাননি বিনোদন জগতের মানুষেরাও। চলচ্চিত্র পরিচালক ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এ ঘটনাকে ‘মেরুদণ্ড শীতল করে দেওয়ার মতো’ বলে বর্ণনা করেছেন।
রণবীরের জন্য ক্যাটরিনার চোখেমুখে ঘৃণা!রণবীরের জন্য ক্যাটরিনার চোখেমুখে ঘৃণা!
শনিবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দেন। সেখানে পরিচালক লিখেন, “মেরুদণ্ড শীতল করে দেয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে তাতে স্তব্ধ হয়ে যেতে হয়।’’
তিনি লিখেন, “যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তুপের উপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ংকর আর কি হইতে পারে? ভ্যানের ওগুলা যেনো মানুষের লাশ না, এক দলা মাংসপিণ্ড যেগুলা কোথাও বিলং করে না, কারো ভাই হয় না, সন্তান হয় না। যেনো তাদের অপেক্ষায় কোনো বাড়ীতে কেউ বসে নাই। কি বিভৎস ক্ষমতার এই লোভ!’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।