জুমবাংলা ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলেন তিনি এই সময়সূচি প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে সকাল ১০টার পরিবর্তে ১১টায় শুরু হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত এবং প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এ বছর পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি আরও বলেন, ‘এবারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় তা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।