জুমবাংলা ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের আগে শিক্ষার্থীদের এনড্রয়েড ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। রোববার (২০ অক্টোবর) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, এখন শিক্ষার্থীদের টার্গেট হওয়া উচিত এইচএসসিতে ভালো ফলাফল করা। এরপর যে সেক্টরে যেতে চান, সে অনুযায়ী দেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া। তারপর ডিসিশন নেবেন আপনি কোন দিকে যাবেন, সে পর্যন্ত এনড্রয়েড ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমি নিজেও অনার্স ফার্স্ট ইয়ারে এনড্রয়েড ফোন নিয়েছি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদেরকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করতে হবে। হোক দেশের কিংবা দেশের বাইরের। একটা বিষয় মনে রাখবেন, আপনি যত ভালো বিশ্ববিদ্যালয়ে যাবেন, ততবেশি প্লাটফর্ম পাবেন নিজেকে বিকশিত করার জন্য।
তিনি আরও বলেন, ক্লাস এইট, নাইন ও টেন হলো লাইনচ্যুত হওয়া সময়। আপনি সোশ্যাল মিডিয়ার প্রভাবে লাইচ্যুত হতে পারেন, ফ্রেন্ড সার্কেলের প্রভাবে লাইনচ্যুত হতে পারেন, আবার বিভিন্ন রিলেশনশিপের মাধ্যমেও লাইনচ্যুত হতে পারেন। এই যে সময়টা এটা ম্যাচিউড সময় না। একজন শিক্ষার্থীর ম্যাচিউরিটি আসে গ্রাজুয়েশন শেষ করার পর। কাজেই এই সময়ে আবেগের বশবর্তী হয়ে কোন ডিসিশন নিলে হবে না।
সারজিস আরও বলেন, পঞ্চগড় থেকে বাংলাদেশ পুলিশের প্রধান হয়েছেন এটা বিরাট বিষয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি পঞ্চগড়ের, এলজিইডির প্রধান প্রকৌশলী আমাদের পঞ্চগড়ের। এগুলো আমাদের গর্ব। আপনারাও পড়ালেখা করে ভালো একটা জায়গায় যান আশাকরি পঞ্চগড়ের জন্য এবং দেশের জন্য গর্বের কারণ হবেন।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, সহকারি শিক্ষক আবু তালেব, গোলাম শামীম প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।