জুমবাংলা ডেস্ক : নিখোঁজের ৫৬ ঘণ্টা পর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক মো. রবিউল আউয়াল অন্তরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ৭ টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ নবীনগর থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। তাকে উদ্ধার সংক্রান্ত বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে রবিবার একটি ব্রিফ করেছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম।
রবিউল আউয়াল অন্তর নিখোঁজের ঘটনার তার বড় ভাই মো. তুষার আল মামুন বাদী হয়ে কলাপাড়া থানায় শুক্রবার একটি মামলা দায়ের করেছেন।
তাঁর পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে সে নিখোঁজ হয়। ওই দিন রাত ১টার দিকে টহল পুলিশ পায়রা বন্দর সংলগ্ন ফোরলেন-সিক্সলেনের মধ্যবর্তী এলাকা থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করে।
তাদের দাবি, ‘মানুষের অধিকার আদায়ের জন্য রবিউল আউয়াল অন্তর বিভিন্ন সময় সভা-সমাবেশের নেতৃত্ব দিয়ে আসছিলেন। যা তার জন্য এ বিপদ ডেকে এনেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।