জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ট্র্যাফিক, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, বাজার মনিটরিং সহ দেশের সকল সংস্কার কার্যক্রমে ছাত্র জনতা এগিয়ে।
এরই প্রেক্ষিতে অগোছালো দেশকে এগিয়ে নিতে ও দেশের মানুষদের সচেতন করা ও তাদের অধিকার রক্ষায় জেলার আশুগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশুগঞ্জ এর একদল স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মনিটরিং এর কার্যক্রম হাতে নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ বাজারে এই মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে এই স্বেচ্ছাসেবীরা সমগ্র বাজার ঘুরে সকল কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই বাছাই করেন এবং বিক্রেতাদের অতিরিক্ত মূল্যে দ্রব্য বিক্রয় না করার জন্য পরামর্শ দেন।
উক্ত স্বেচ্ছাসেবক দলে উপস্থিত ছিলেন আইফাত ইসলাম, আসিফ নজরুল, মোছা. জান্নাত ইসলাম জেমি, ফারদিন আহমেদ হৃদয়, সজল মিয়া, জোবায়েদ, সিজান, আফিফ হুসাইন সাইম, ইরাম জাহান জাকো প্রমুখ।
স্বেচ্ছাসেবকদের একজন আইফাত ইসলাম বিডি২৪ লাইভকে বলেন, আমরা প্রথমে “Reform Ashuganj” নামক একটি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করি। পরবর্তীতে আজকে আমরা একত্রিত হয়ে বাজার মনিটরিং এ অংশগ্রহণ করি।
স্বেচ্ছাসেবকদের একজন আসিফ নজরুল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে ভোক্তা অধিকার রক্ষার্থে আজকের কর্মসূচি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছি সবসময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।