জুমবাংলা ডেস্ক : পুলিশের মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে অনেকখানি এগিয়ে গেছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশের নতুন মনোগ্রামও নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি পুলিশ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে এই মনোগ্রামে পরিবর্তন করা হয়েছে, যেটা বর্তমানে আছে।
গেল ৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তখনকার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এক বৈঠকে পুলিশের মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ বাহিনী সংস্কার আন্দোলনের ১১ দফা দাবির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত এসেছে।
বর্তমানের মনোগ্রামে দেখা যাচ্ছে, ‘পালবাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা। পালের ওপরে একটি শাপলা রাখা। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।’
আর পরিবর্তিত মনোগ্রামে থাকছে, ‘শাপলার দুই পাশে গম ও ধানের শীষের মালা। ওপরে থাকবে তিনটি পাটপাতা। আর ধান ও গমের শীষের নিচে বাংলায় পুলিশ লেখা থাকবে।’
এদিকে পুলিশ অধিদপ্তরের এক স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ মনোগ্রাম উপযুক্তভাবে সংশোধনে বাজেটে অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হবে না। পুলিশের প্রস্তাবিত মনোগ্রামের একটি ছবি (পতাকা-ক), নমুনা (পতাকা-খ) এবং খসড়া প্রজ্ঞাপন (পতাকা-গ) পাঠিয়েছে।
এর আগে ১১ আগস্ট পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকে ১১ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সেই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।