জুমবাংলা ডেস্ক: ‘সাইফুল হাজী আমাকে বাঁচতে দিল না’ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন হযরত আলী নামের এক বৃদ্ধ। হযরত নাটোরের গুরুদাসপুরে মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত কলি প্রামাণিকের ছেলে। তিনি চাঁচকৈড় বাজারের ধান-চাল ব্যবসায়ী হাজী সাইফুল ইসলাম ও আসাদ আলীর ম্যানেজার ছিলেন।
শুক্রবার (৩ জুন) বেলা ১১টার দিকে গদিঘরে তিনি দানাদার কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন।
তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
হযরত আলী মৃত্যুর আগে তার সাবেক মহাজন হাজী আয়নাল হক তালুকদারের কাছে একটি চিরকুট লিখে রেখে যান। চিরকুটে প্রথমেই লেখা ছিল ‘বেটা সাইফুল হাজী আমাকে চোর কয়, গালাগালি করে আমাকে চড় মারে। আমি তার ক্ষতি করিনি, আমাকে বাঁচতে দিল না। ’ তবে হাজী সাইফুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।