জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কুড়িয়ে পাওয়া টাকা মাইকিং করে ফেরত দিলেন সালাহ উদ্দিন তারেক নামের এক যুবক। উপজেলার খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটেছে। তারেক ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁচামাটিয়া করপোরেশনের মালিক। টাকার প্রকৃত মালিক খুঁজতে তিনি বুধবার কয়েক ঘণ্টা মাইকিং করেন।
স্থানীয় সূত্র জানায়, সোহাগী এলাকার ভি সাইন মডেল স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম অটোরিকশায় ঈশ্বরগঞ্জ সদরে আসেন। ওই গাড়িতে তার পাশেই ছিলেন এক বৃদ্ধ। গন্তব্যস্থলে এসে ভাড়া পরিশোধ করতে চাইলে পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখেন কোনো টাকাই নেই। পথে কোথাও পড়ে গেছে। ঘটনাটি জেনে তাৎক্ষণিক তিনি স্থানীয় এক সাংবাদিককে অবহিত করেন। পরে রাজু পুরো ঘটনাটি ‘ঈশ্বরগঞ্জ পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপে জানান। এতে বিষয়টি ভাইরাল হলেও টাকার সন্ধান মেলেনি।
এদিকে তারেক নামের এক যুবক টাকা পাওয়া গেছে বলে এলাকায় মাইকিং করেন। মাইকে তিনি ঘোষণা দেন, কাগজে মোড়ানো কিছু টাকা পাওয়া গেছে। নির্দিষ্ট প্রমাণ দিলে মালিককে টাকা ফেরত দেওয়া হবে বলেও ঘোষণা করেন।
মাইকিং করে খুঁজে পাওয়া যায় টাকার প্রকৃত মালিককে। তিনি কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মঞ্জিল মিয়া (৬০)। বিকেল সাড়ে ৪টার দিকে টাকা কুড়িয়ে পাওয়া তারেকের কাছ থেকে তিনি হারানো টাকা ফেরত পান।
টাকা ফেরত পেয়ে মঞ্জিল মিয়া বলেন, ‘আমার গলায় অসুখ। ডাক্তার দেখাতে টাকা নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিলাম। পথে টাকা হারায়। এতে ভেঙে পড়েছিলাম। এখন টাকা পেয়ে নিজের কাছে যেমন খুবই ভালো লাগছে অন্যদিকে সততা যে এখনো বেঁচে আছে তার প্রমাণও পাওয়া গেল। টাকা হারিয়ে পাওয়া এ যুগে বিরল ঘটনা। ‘
প্রেমের বিয়ে: ১৪ বছর পর দেশে ফিরে স্বামী জানলেন স্ত্রী অন্যের সংসারে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।