জুমবাংলা ডেস্ক : চায়ের দোকান থেকে টেলিভিশন সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। ১১ মে থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন ওসি মাইন উদ্দিন।
জানা গেছে, ত্রিশালে সেলিম মিয়া নামে এক রিকশা চালক রিকশা চালিয়ে ৫৫০ টাকা আয় করেন। সেই টাকা নিয়ে বাজার করে বাড়ি ফেরার কথা। কিন্তু বাড়ি ফেরার আগে একটি স্থানীয় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দোকানে টিভিতে খেলা চলছিল। দোকানে বসে থাকা অন্যরা বাজি খেলছিল।
এক পর্যায়ে সেলিম মিয়াও তাদের সঙ্গে বাজি ধরেন। কিন্তু বাজিতে জেততে না পেরে ধীরে ধীরে সব টাকা শেষ করে ফেলেন। পরে খালি পকেটে বাড়ি ফেরেন সেলিম মিয়া।
শুধু রিকশাচালক সেলিম মিয়া নন, চায়ের দোকানে বসে বাজি খেলে সর্বস্ব হারাচ্ছে অনেকে। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবকরাও। এমন সব অভিযোগ পেয়ে চায়র দোকান থেকে টেলিভিশন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ওসি মাইন উদ্দিন।
ওসি মাইন উদ্দিন জানান, এলাকার চায়ের দোকানগুলোর বিরুদ্ধে অনেকে আমাকে মৌখিক অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে চায়ের দোকানে টিভি চালানো বন্ধ করার উদ্যোগ নিয়েছি।
ওসি জানান, চায়ের দোকানগুলোতে টেলিভিশন চালানোর কারণে সেখানে অহেতুক আড্ডা বসে। কোথাও কোথাও জুয়া খেলাও হয়। এসে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জুয়া খেলে অনেকে সর্বস্ব হারাচ্ছেন, অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন। এছাড়া জুয়া খেলার টাকার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তারা। টেলিভিশন না চললে অহেতুক আড্ডাবাজি আশা করছি হবে না। জুয়াও বন্ধ হবে।
ওসির এই ঘোষণার পর অনেকে দোকান থেকে টিভি সরিয়ে ফেলেছেন। ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের কেরানিবাড়ি মোড়ের চা দোকানের মালিক রতন মিয়া বলেন, আগে আমাদের বেচাকেনা বেশি হতো, কিন্তু টিভি সরিয়ে ফেলার পর এখন অনেক কমে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।