টেস্ট ড্রাইভের কথা বলে বাইক নিয়ে যুবকের কাণ্ড

বাইক নিয়ে উধাও

জুমবাংলা ডেস্ক : এক তরুণের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ইয়ামাহা আরওয়ানফাইভএম (R15M) বাইক ‍কিনতে গিয়ে টেস্ট ড্রাইভের কথা বলে সামিউল ইসলাম নামে এক প্রতারক উধাও হয়ে যায়।

বাইক নিয়ে উধাও

পরবর্তীতে তাকে ডিএমপির সিটিটিসির একটি টিম গ্রেফতার করেছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Marketplace’ নামে একটি পেজে এক তরুণ তার বাইক বিক্রির বিজ্ঞাপন দেয়। অপর এক তরুণ বিজ্ঞাপন দেখে বাইকটি ক্রয়ের আগ্রহ দেখায়। বাইকটি দেখতে চায় সে, এরপর ঢাকার পল্লবী এলাকায় বাইক দেখাতে নিয়ে যায়। এরপর ওই তরুণ টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বলে বাইক নিয়ে পালিয়ে যায়।

বাইক নেয়ার পর ওই প্রতারক চক্র বাইক ফেরত দেওয়ার কথা বলে মোবাইল অ্যাপের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে বিশ হাজার টাকা দাবি করে। তার কথায় বিশ্বাস না করলে বিশ্বাস স্থাপনের জন্য ইমোতে বাইকের ভিডিও ও ছবি পাঠিয়ে দেয়। এরপর বাইকের মালিক তাকে সাত হাজার টাকা নগদের মাধ্যমে পাঠায়। তারপরও বাইক ফেরত দেয় না।

তিনিই আপনার সেই মনের মানুষটি যেভাবে বুঝবেন

ভুক্তভোগী তরুণ এরপর পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শুরু করে সিটি-সাইবার টিম। গত ৯ এপ্রিল রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সামিউল ইসলাম (২১) নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামি বর্তমানে এক দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।