আন্তর্জাতিক ডেস্ক : আকাশসীমা নিরাপদ রাখতে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে পোল্যান্ড। প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় একটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা দিয়ে ওড়ে যায়। এ ঘটনায় আকাশসীমা নিয়ে উদ্বেগ দেখা দিলে এই পদেক্ষেপ নেয় দেশটি। মঙ্গলবার (২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, নিজেদের আকাশসীমা রক্ষার জন্য চারটি এফ-১৬ যুদ্ধবিমান এবং একটি এয়ার ট্যাঙ্কার প্রস্তুত রেখেছে পোল্যান্ড।
এর আগে, গত সপ্তাহে পোলিশ সামরিক কর্তৃপক্ষ জানিয়েছিল, একটি রুশ ক্ষেপণাস্ত্র অল্প সময়ের পোল্যান্ডের আকাশসীমা দিয়ে ওড়ে গেছে। এ ঘটনায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোলিশ কর্তৃপক্ষ।
ঘটনাটি এমন সময় ঘটেছে যখন রাশিয়া এবং ইউক্রেনের নিকটবর্তী ইউরোপীয় দেশগুলোর মধ্যে উচ্চ পর্যায়ের উত্তেজনা চলছে।
এদিকে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, জোটটি পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছে এবং পোলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন চালানোর পর থেকেই দেশটির কট্টর সমর্থক পোল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।