জুমবাংলা ডেস্ক : আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় অস্থায়ী পশুর হাট বসবে আগামী ৬ জুলাই থেকে। এই তথ্য জানিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দুই সিটিতে হাট বসবে মোট ১৮টি, এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮টি।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, ৬ জুলাই শুরু হয়ে রাজধানীর পশুর হাটগুলো চলবে ঈদের দিন পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ অথবা ১০ জুলাই কোরবানির ঈদ অনুষ্ঠিত হওয়ার কথা। অর্থাৎ পশুর হাট চলবে চার অথবা পাঁচদিন।
ডিএসসিসির ১০টি অস্থায়ী পশুর হাট হলো- আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা।
ডিএনসিসির ৮টি অস্থায়ী পশুর হাট হলো- ভাটারা পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই থেকে এইচ পর্যন্ত এলাকার খালি জায়গা, মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকা, ৩০০ ফিট সড়ক সংলগ্ন খালি জায়গা, দক্ষিণখানের কাঁচকূড়া ও এর পাশে ব্যক্তিগত মালিকানাধীন খালি জায়গা।
পদ্মা সেতুর নিরাপত্তায় দুই পারে নির্মাণ করা হয়েছে ২টি নতুন থানা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।