সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : জুলাই শহিদ দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, শহিদ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সভায় বক্তারা অভিযোগ করেন, জুলাই-আগস্ট মাসে মানিকগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে যারা আহত ও নিহত হয়েছেন, তাঁদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না।
শহিদ পরিবারের সদস্যরা বলেন, কিছু সরকারি ভাতা ছাড়া আহতদের তেমন খোঁজখবর রাখা হচ্ছে না। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যেন শহিদদের স্মরণে সম্মানজনক উদ্যোগ নেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্টের শহিদদের স্মরণে মানিকগঞ্জে একটি ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহিদ পরিবারগুলোর দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।