জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। আজ শুক্রবার সারাদিন বৃষ্টি না হওয়ায় প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাচ্ছে।
এদিকে, অতিবৃষ্টিতে কক্সবাজারে সৃষ্ট বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— রামুর গর্জনিয়া জুমছড়ি এলাকার সৈয়দ হোসেনের পুত্র আমজাদ হোসেন (২৭), পূর্ব জুমছড়ি এলাকার সালেহ আহমেদের পুত্র রবিউল আলম (২৮) এবং রামু ঈদগড়ের হলাগ্য রাখাইনের পুত্র সচিং রাখাইন (৫৫)।
তবে, ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরিপাড়া এলাকার নুরুল কবিরের দশ বছরের ছেলে মো. জুনাইদ এখনো নিখোঁজ রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন জানান, পানি নেমে গেলেও জনদুর্ভোগ এখনো কমেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী ৩ দিনের পূর্বাভাস অনুযায়ী কক্সবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু কিছু জায়গায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে অবস্থানরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।