জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ছোট ভাইয়ের শখ পূরণ করলেন বড় ভাই। হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে আসার শখ পূরণ করতে ১০ কি. মি. পথ হেলিকপ্টারে পারি দিয়ে গিয়ে বিয়ে করলেন টাংগাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের আজিজুল শেখের ছেলে মো. রাকিব। কনে পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার এলাকার আলাল মিয়ার মেয়ে বিশারণ।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে বর টাংগাব ইউনিয়ন থেকে ১০ কি. মি. উড়ে গিয়ে বিয়ে করে নববধূকে নিয়ে আসেন বিকাল সাড়ে ৪টার দিকে।
জানা যায়, টাংগাব ইউনিয়নের আজিজুল শেখের ছেলে আব্দুল লতিফ ও রাকিব। আব্দুল লতিফ ট্রাভেল এজেন্সির মালিক। ভাইয়ের সাথে ব্যবসা দেখাশোনা করে ছোট ভাই রাকিব। রাকিবের বিয়ে পাকাপাকি হয় পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার এলাকার আলাল মিয়ার মেয়ে বিশারণের সাথে। বড় ভাইয়ের কাছে রাকিব আবদার করে সে হেলিকপ্টারে করে বিয়ে করবে। ছোট ভাইয়ের আবদার মিটাতে বড় ভাই লতিফ ১০ কি. মি. দূরত্বের পথের জন্য ভাড়া করেন হেলিকপ্টার। বউকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে এসে ঘরে তোলার সাধ পূরণ করেন বর রাকিব। হেলিকপ্টারে করে বিয়ে করে নববধূকে নিয়ে আসেন বাড়িতে।
নবদম্পতিকে দেখতে এ সময় উৎসুক জনতা ভিড় করে। জনতাকে সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। বিয়েকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বর রাকিবের ভাই আব্দুল লতিফ বলেন, ‘আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্বরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বিয়ের আয়োজন করেছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, ‘আমি বিয়েতে গিয়েছি। এই বিয়েকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ, উচ্ছ্বাস দেখা গেছে।’
পাগলা থানার ওসি রাজু আহম্মেদ বলেন, ‘হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার সংবাদ পেয়ে উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।