জুমবাংলা ডেস্ক : প্রতি বছর শীতে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হাজেরা খাঁ দিঘির পাশের উত্তর আলমপুর গ্রাম। এ বছরও এসেছে অতিথিরা। ফজরের আজানের আগ থেকেই শত শত অতিথি পাখির কলরবে মুখরিত হয়ে উঠে চারপাশ। আশপাশে ঘুমন্ত সবাইকে জাগানোর দায়িত্বটা যেন তাদের উপর। তাদের কুজনে ঘুম থেকে উঠে সবাই। পুরো দিঘির জলাশয় সেজেছে এক নতুন সাজে।
শীত প্রধান বিভিন্ন দেশ থেকে আসা পাখি ও জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমায় দর্শনার্থীরা। এবারো ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম হয়েছে এখানে। পাখিদের কলকাকলিতে মুখরিত পুরো এলাকা। পাখি প্রেমিরা পাখিগুলোকে এক নজর দেখার জন্য ছুটে আসেন দূর-দূরান্ত থেকে। সন্ধ্যা নামলেই দীঘিরপাড়ের বিভিন্ন গাছে আশ্রয় নেয় এসব পাখি। ভোর হওয়ার সাথে সাথে পুনরায় খাবারের সন্ধানে দিঘিতে ভিড় জমায় তারা। সারাদিন জল কেলি আর ডুব সাঁতারে ব্যস্ত থাকে তারা।
স্থানীয়রা জানান, ‘এখানে যে অতিথি পাখি আসছে তার নাম ছোট সরালি। শীতের শুরু থেকে অনেক মানুষ আসছেন অতিথি পাখি দেখার জন্য। আবার পাখি শিকারিরাও আসেন। আমরা তাদের বাধা দিই, কারণ এ পাখিরা আমাদের দেশে আসে অতিথি হয়ে।’
পাখি দেখতে আসা ফারহান মাহতাব বলেন, ‘শুনেছিলাম হাজেরা খাঁ দিঘিতে অনেক অতিথি পাখি আসে। তাই দেখতে এসেছি। এখানে এসে মনটা ভরে গেছে।’
জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার জহির উদ্দিন বলেন, ‘আমাদের বাড়ির সামনে এ দিঘিতে প্রতি বছরের মতো এ বছরও শত শত পাখি এসেছে। আগত এসব অতিথি পাখির অভয়ারণ্যে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি। প্রতিদিন অনেক মানুষ এখানে পাখি দেখতে আসেন। এমন মনোমুগ্ধকর পরিবেশে হাজেরা-খাঁ দীঘিতে একবার ঘুরতে আসলে পাখিদের কলকাকলি আর জল কেলিতে মুগ্ধ হবেন।’
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন জানান, ‘হাজেরা খাঁ দিঘি এ উপজেলার জন্য একটি অহংকার, ছোট সরালি জাতের অতিথি পাখিরা দিঘিতে শীত মৌসুমে আসে। অতিথি পাখিদের আবাসস্থলে কোনো সমস্যা যেন না হয় সে জন্য আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। আমাদের অতিথিদের কেউ যাতে শিকার না করতে পারে সে বিষয়ে সজাগ থাকতে বলেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।