Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home স্কুলে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষর প্রধান শিক্ষিকার!
    জেলা প্রতিনিধি
    ঢাকা বিভাগীয় সংবাদ

    স্কুলে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষর প্রধান শিক্ষিকার!

    জেলা প্রতিনিধিSaiful IslamJuly 12, 20253 Mins Read
    Advertisement

    সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের খালিসা গ্রামের ৯২ নম্বর খালিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা নাছরিনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই এভাবে দায়িত্ব পালন করছেন তিনি। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা।

    Manikganj School

    বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৮৬ এবং শিক্ষক রয়েছেন চারজন। শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা হলো: প্রথম শ্রেণিতে ১২ জন, দ্বিতীয় শ্রেণিতে ১৬, তৃতীয় শ্রেণিতে ২০, চতুর্থ শ্রেণিতে ২৫ এবং পঞ্চম শ্রেণিতে ১৩ জন।

    বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, শামীমা নাছরিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তাঁর কাছে বিদ্যালয়ের মূল ফটকের চাবি ও হাজিরা খাতাটি থাকে। তিনি সুবিধামতো সময়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। এমনকি বিদ্যালয় ছুটির সময়ও তাঁর স্বাক্ষর খাতায় পাওয়া গেছে।

    জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিদ্যালয়ে ছুটি ছিল। এই সময়ের মধ্যেই ১৭ জুন শামীমা নাছরিন ছুটির আবেদন জমা দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে। সেখানে তিনি ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে ছুটি চেয়েছেন। তবে হাজিরা খাতায় দেখা যায়, ২৪ ও ২৯ জুন এবং ৭ জুলাই তাঁর স্বাক্ষর রয়েছে। অথচ ওই সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

    হাজিরা খাতার পূর্বের স্বাক্ষরের সঙ্গে সদ্যকার স্বাক্ষরের গড়মিলও দেখা গেছে। এতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ আরও জোরালো হয়েছে।

    বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাসিন্দা আনিসুর রহমান বলেন, ‘শামীমা নাছরিন সব সময় স্বামীর দাপট দেখান। শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাঁর জন্য অনেক শিক্ষক বদলি নিয়ে চলে গেছেন।’

    ষাটোর্ধ্ব আরেক বাসিন্দা ফজর আলী বলেন, ‘তার বিরুদ্ধে কেউ কথা বললে তার স্বামী, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মানুষকে অপমান করে। এজন্য কেউ মুখ খুলতে চায় না।’

    খোঁজ নিয়ে জানা যায়, শামীমা নাছরিনের স্বামী জসিম উদ্দিন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এবং শশুর আব্দুল মালেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্বামী ও শশুরের দাপটে তিনি যেমন খুশি তেমন চলেন।

    গত মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শামীমা নাছরিনকে পাওয়া যায়নি। অন্যান্য শিক্ষকরা বলেন, তিনি ছুটিতে আছেন। তবে ছুটির আবেদন বা অনুমোদনপত্র দেখাতে পারেননি কেউই।

    বিদ্যালয়টিতে পাঁচটি শিক্ষক পদের মধ্যে প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। বাকি চারজনের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় কার্যত তিনজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষাদান। এর মধ্যে একজন শিক্ষক প্রশাসনিক কাজ সামলান, ফলে কেবল দুই শিক্ষক পাঠদান পরিচালনা করেন।

    এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষিকা শামীমা নাছরিনকে কল করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

    শিবালয় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান বলেন, সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছুটির আবেদন পাঠিয়ে দিয়েছেন।

    বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষক ‎মো. নূর মোহাম্মদ, ‎ফেরদৌসী সুলতানা ও ‎লুবনা খাতুনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তবে তাঁরা কেউই ছুটির বিষয়ে জানেন না। এমনকি তাদের কাছে ছুটির ১৭ জুন করা আবেদন ব্যতিত কোন আবেদন নেই বলে জানান তাঁরা।

    বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষরের মতো গুরুতর অনিয়মের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    খাতায় গিয়েও ঢাকা না প্রধান বিভাগীয় শিক্ষিকার সংবাদ স্কুলে স্বাক্ষর হাজিরা
    Related Posts
    Magrua

    গ্রাম্য সালিশে মাতবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত, তারপর যা ঘটলো

    October 26, 2025
    scammer

    ফাঁদে ফেলে গাড়ি-টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় তরুণ–তরুণী

    October 25, 2025
    অটোরিক্সা

    লালমনিরহাটে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের

    October 25, 2025
    সর্বশেষ খবর
    Magrua

    গ্রাম্য সালিশে মাতবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত, তারপর যা ঘটলো

    scammer

    ফাঁদে ফেলে গাড়ি-টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় তরুণ–তরুণী

    অটোরিক্সা

    লালমনিরহাটে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের

    হাওয়া মেশিন বিস্ফোরণ

    হাওয়া মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের

    Bbaria

    মায়ের মরদেহ দেখার সুযোগ না পেয়ে দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১

    Nata

    মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন সরদার আটক

    House

    শতবর্ষী ‘মিনিস্টার বাড়ি’ ভাঙারির কাছে ১৮ লাখে বিক্রি!

    নিউজ

    জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত

    Journalist

    জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ১১ বছর পর মামলা, সাংবাদিক গ্রেপ্তার

    মাদরাসার ভেতর ছাত্রকে ধর্ষণ

    মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, গণধোলাই দিল জনতা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.