আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ফুল হলো র্যাফ্লেশিয়া। এ ফুল সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনে পাওয়া যায়— বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে।
র্যাফ্লেশিয়া ফুলটি ব্যাসার্ধে প্রায় প্রায় ১ মিটার (৩ ফুট) পর্যন্ত বড় হতে পারে এবং ওজন প্রায় ১৫ পাউন্ড ৭ কেজি। ফুলটির পাঁপড়ি অনেক বড় ও মাংসল।
পাঁপড়ির রং লাল, অনেকটা লাল মাংসের মতো। তাতে সাদা সাদা ফোঁটা থাকে। এর কেন্দ্রে একটি বড় ও গভীর গহ্বর থাকে।
ফুলটিতে গন্ধ আছে।
তবে সুগন্ধ নয়, দুর্গন্ধ—পচা মাংসের মতো। এই গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ও পতঙ্গরা দলে দলে ছুটে আসে এবং ফুলটির পরাগায়ন ঘটায়।
র্যাফ্লেশিয়া পরজীবী উদ্ভিদ। অন্যান্য উদ্ভিদের শরীর থেকে পুষ্টি গ্রহণ বেঁচে।
সাধারণত টেট্রাস্টিগমা নামে একটি গাছের মূল বা কান্ডের সাথে সংযুক্ত হয়ে র্যাফ্লেশিয়া বৃদ্ধি পায়। এর জীবনচক্রের বেশিরভাগ সময়ই এটি পরজীবী হিসেবে থাকে, আর ফুলটি কেবলমাত্র কয়েকদিনের জন্য ফোটে।
র্যাফ্লেশিয়া ফুলটি বর্তমানে বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত। এর প্রাকৃতিক বাসস্থান ধ্বংস, বন উজাড় ও পরিবেশগত পরিবর্তনের ফলে এই ফুল হুমকির মুখে পড়েছে। যদিও অনেক অনেক প্রতিষ্ঠ ও বিজ্ঞানী এই উদ্ভিদের সংরক্ষণে কাজ করছেন।
সূত্র: হাউ ইটস ওয়ার্কস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।