জুমবাংলা ডেস্ক : চায়ের দাওয়াতে বান্দরবান জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএমের ক্রিকেট খেলার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। ফেসবুকে অনেকেই ছবিতে প্রশংসা করে মন্তব্যও করেছেন।
রোববার (২৩ জুলাই) রাত ১১টার দিকে এসপি বান্দরবান আইডি থেকে ছবিগুলো পোস্ট করা হয়। এরপরই ছবিগুলো ভাইরাল হয়। ওই পোস্টে লিখা হয় বিচার বিভাগের সঙ্গে জেলা পুলিশের দারুণ এক মুহূর্ত!
ফেসবুকে ওই ছবিতে দেখা যায়, বান্দরবান জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যাট করছেন আর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম কিপিং করছেন।
এর আগে গত শনিবার (২২ জুলাই) বান্দরবান জেলার পুলিশ সুপারের ওয়াবদা ব্রিজসংলগ্ন সরকারি বাংলোয় তারা ক্রিকেট খেলেন।
জানা গেছে গত ২২ জুলাই জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএমের ওয়াবদা ব্রিজসংলগ্ন সরকারি বাংলোতে পরিবার নিয়ে বেড়াতে আসেন বান্দরবান জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান। এ সময় তারা খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বাংলোতে ক্রিকেট খেলেন। খেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যাটিং করেন আর পুলিশ সুপার উইকেট কিপারের দায়িত্ব পালন করেন। এসময় বোলিং করতে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার রায়হান আল কাজেমীকে। তবে সেখানে পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমার কলেজের বড় ভাই। ওনাকে শনিবার চায়ের দাওয়াত দিয়েছিলাম আমার বাংলোতে। পরে বিকেলে একটু আনন্দ করার জন্য ক্রিকেট খেলেছিলাম। আর ওই আনন্দঘন মুহূর্তটা ধরে রাখার জন্য কয়েকটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছি বলে জানান ওই পুলিশ সুপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।