জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার শ্বশুরবাড়ির এলাকা রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনি সভায় বক্তব্য দেবেন তিনি। তার এ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক প্রস্তুতির পাশাপাশি বধূবরণের ব্যাপক প্রস্তুতি নিয়েছে তার শ্বশুরের পরিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে এবং পীরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েমুল হক শামীম জানান, তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। একাধীধিক বর্ধিত সভা এবং প্রস্তুতি সভা করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে পীরগঞ্জ হাই স্কুল মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। রংপুর জেলার নেতারাও দলের সভাপতির আগমনকে কেন্দ্র করে পীরগঞ্জে অবস্থান করছেন। এ ছাড়া পীরগঞ্জ থানার সব ইউনিয়ন আওয়ামী লীগও বর্ধিত সভা করেছে। তারা সদলবলে পীরগঞ্জের জনসভায় যোগ দেবেন।
শামীম জানান, পারিবারিকভাবে তারা চাচীকে বরণের জন্য আকূল হয়ে আছেন। তাদের সব আত্মীয়-স্বজন এই মুহূর্তে পীরগঞ্জে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শীতের পিঠা-পুলির ব্যবস্থা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা গ্রামীণ খাবার পছন্দ করেন। তার পছন্দের সব খাবারের আয়োজন থাকবে।
তিনি জানান, তার (প্রধানমন্ত্রী) এবারের উপস্থিতিতে ফতেপুরের মিয়া পরিবারে হবে সব চেয়ে বড় মিলনমেলা। তার আগমনকে কেন্দ্র চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বিমানে করে রংপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী। সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়ক পথে যাবেন পীরগঞ্জ। পীরগঞ্জ যাওয়ার পথে তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এরপর সরাসরি পীরগঞ্জের ফতেপুর গ্রামে তার শশুরবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। পীরগঞ্জের ফতেহপুর জয় সদনে পৌঁছে তিনি আন্তর্জাতিক খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন। বিশ্রাম শেষে জয় সদনে দুপুরের খাবার খাবেন তিনি।
দুপুরের খাবার হিসেবে রুটি, সাদা ভাত, মুরগির মাংস, ছোট মাছ, নানা পদের শাকসবজির ব্যস্থা থাকবে সেদিন। দুপুরের খাবারের পর বিকেলে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বক্তব্য দেবেন। এরপর তিনি সড়ক পথে সৈয়দপুর হয়ে বিমানে ঢাকায় ফিরবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনের খবরে রংপুর ও আশে পাশে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত। সেই সঙ্গে তারাগঞ্জ ও পীরগঞ্জবাসী বরণ করে নিতে অধীর আগ্রহে রয়েছেন। তাকে বরণ করার জন্য য়ৈদপুরে অপেক্ষা করবেন রংপুর জেলা আওয়ামী লগের আহ্বায়ক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের বড় ছেলে সায়েদুল ইসলাম বকুলসহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতি বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল জানান, রংপুর জেলা আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। আমরা আলোচনা করে সব ধরনের প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করব। আশা করছি বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনি সভায়।
রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি বিপুল লোকসমাগম হবে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনিয় সভায় বক্তব্য দিয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ রংপুর গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।