জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢোকার কারণেই ভৈরবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন রেলসংশ্লিষ্ট ব্যক্তিরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে মালবাহী ট্রেনের পরিচালক, চালক ও তার সহকারীকে।
পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে করা হয়েছে দুটি কমিটি। আগামী তিন ও পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এগারসিন্ধুর এক্সপ্রেস। এদিন বিকেল ৩টার দিকে ভৈরব জংশনে পৌঁছয় ট্রেনটি।
এরপর ভৈরব থেকে ছেড়ে জগ্ননাথপুর লেভেলক্রসিংয়ে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি এগারসিন্ধুর এক্সপ্রেস পেছনের তিন বগিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ১৭ যাত্রী। আহত হয় শতাধিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।