জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী হেম পঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ঘর খুলে বেড়া-টিন নিয়ে গেছে চোরের দল। বিদ্যালয়টির নতুন ভবনের কাজ চলাকালীন সময়ে পাঠদানের জন্য সরকারি অর্থায়নে বেড়া ও টিন দিয়ে চার কক্ষের অস্থায়ী এ ঘর নির্মাণ করা হয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী শীল জানান, গত ২১ জুন থেকে ঈদের বন্ধ শুরু হয়েছে। এই সুযোগে কে বা কারা বিদ্যালয়ের কক্ষগুলো খুলে মালামাল নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আজ রবিবার (২৫ জুন) খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখি বিদ্যালয়ের আস্ত কক্ষগুলো নেই। অরক্ষিত অবস্থায় পরে আছে টিউবওয়েল ও বৈদ্যুতিক মিটার। ধারণা করছি বিদ্যালয়ের নতুন ভবনের ঠিকাদার এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের নতুন ভবনের ঠিকাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এছাড়া থানায় সাধারণ ডায়েরি করার জন্য গেলে পুলিশ জিডি নেয়নি বলে জানান তিনি। এদিকে এ বিষয়ে কোনো ধরনের সংবাদ পাননি বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।