মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্মাণাধীন একটি ব্রীজের ডাইভারশনে মালবাহী ট্রাক উল্টে সাইফুল ইসলাম (১৯) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটির চালক নাঈম (২২) গুরুতর আহত হন।
শনিবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের মতির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ঢাকার আশুলিয়া থানার পাথারিয়া ইউনিয়নের খেজুরটেক পুরান পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে।
তার স্থায়ী বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার তেওতা ইউনিয়নের আলোকদিয়া এলাকায়। অপরদিকে, টাক চালক নাঈম আশুরিয়া মির্জানগর ইউনিয়নের কুড়গাঁও নতুনপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক পরিমল সূত্রধর এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সাটুরিয়ার শিমুলিয়া এলাকা থেকে ট্রাকে ভুট্টা বুঝাই করে ঢাকা যাওয়ার পথে মতির মোড় এলাকায় নির্মাণাধীন একটি ব্রীজের ডাইভারশনে আসার পর ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলের মারা যান ট্রাকটির হেলপার সাইফুল ইসলাম। এসময় ট্রাকটির চালক নাঈম গুরুতর আহত হন। মানিকগঞ্জ জেলা যুবদল নেতা ফজলুল করিম শামীম, সাটুরিয়া উপজেলা ছাত্রদল নেতা মোঃ উজ্জল হোসেন, রাকিবুল ইসলাম, যুবদল নেতা রিপন মাহমুদ, সাগরসহ কয়েকজন তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
যুবদল নেতা ফজলুল করিম শামীম বলেন, আমরা মোটরসাইকেলে করে সাটুরিয়া থেকে মানিকগঞ্জ ফিরছিলাম। মতির মোড় এলাকায় আমাদের সামনেই ট্রাকটি উল্টে একজন মারা যায় এবং আরেকজন গুরুতর আহত হয়। প্রায় চার বছর ধরে ওই ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ওই ডাইভারশন দিয়ে চলাচল করা অনেক কষ্টকর। ব্রীজটি যদি ঠিক সময়ের মধ্যে নির্মাণ শেষ হতো তাহলে আজ এমন করে একটা তাজা প্রাণ ঝড়ে পড়তো না।এই ব্রীজের ঠিকাদারের কারণেই আজ একজন মানুষের মৃত্যু হলো। ওই ব্রীজের ঠিকাদারের কঠিন শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে এসেছি। নিহত হেলপার এবং আহত চালককে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় তাদের পরিবারের লোকজন কারো বিরুদ্ধে অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।