জুমবাংলা ডেস্ক : টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ও টাকা উঠাতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার (১০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম কামরুল হক (৩৬) শিবগঞ্জ উপজলোর চকর্কীতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লহালামারী গ্রামের আবুল হোসেনেরে ছেলে।
চকর্কীতি ইউনিয়নের ৬ নম্বর ইউপি সদস্য শামীম রেজা বলেন, সকালে কামরুল হক তার নিজের কাঁচা টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি টয়লেটে পড়ে যায়। মোবাইল ফোনের কভারের সঙ্গে কিছু টাকা রাখা ছিল। এ কারণে ফোনটি দ্রুত উদ্ধার করতে গিয়ে টয়লেটে পড়ে যান। এ সময় অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসান আনু মিয়া জানান, সকালে টয়লেট ব্যবহার করতে গিয়ে ভেতরে মোবাইল পড়ে যায়। মোবাইল তুলতে টয়লেটে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ মুঠোফোনে বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি চককীর্তি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। মরদেহ দাফনে পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।