টয়োটার নতুন ইলেকট্রিক গাড়ি আরবান ক্রুজার ইবেলা এবার কমপ্যাক্ট ইভি (EV) এসইউভি সেগমেন্টে ঝড় তুলেছে। মূলত মারুতি ই ভিটারার একটি রিব্যাজড সংস্করণ হলেও, ইবেলা তার আধুনিক ফিচার ও ডিজাইনের কারণে আলাদা পরিচয় তৈরি করেছে। এই দুটি গাড়ি একই প্ল্যাটফর্ম, ব্যাটারি এবং প্রযুক্তি শেয়ার করে।

ইবেলার সুরক্ষা বৈশিষ্ট্য অতুলনীয়। এতে রয়েছে সাতটি এয়ারব্যাগ, লেভেল-২ ADAS, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, EBD সমন্বিত ABS এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল। এসব বৈশিষ্ট্য গাড়িকে নিরাপদ ও আধুনিক করে তুলেছে।
ডিজাইনের দিক থেকে ইবেলা অত্যন্ত আকর্ষণীয়। সামনে আছে গ্লস ব্ল্যাক গ্রিল, এলইডি হেডল্যাম্প, পিক্সেল-স্টাইল DRL, মোটা বাম্পার ও ফক্স স্কিড প্লেট। পাশে ১৮-ইঞ্চির অ্যালয় হুইল, বডি ক্ল্যাডিং ও শার্ক ফিন অ্যান্টেনা এটিকে প্রিমিয়াম লুক দেয়। পেছন থেকে কুপের মতো ডিজাইন, কানেক্টেড এলইডি টেইলল্যাম্প এবং রিয়ার স্পয়লার গাড়িকে স্পোর্টি করে তোলে।
কেবিনের দিকেও ইবেলা অত্যন্ত আধুনিক। কালো ও ট্যান থিমে সাজানো এই কেবিনে আছে ডুয়াল-স্ক্রিন সেটআপ। এতে রয়েছে ১০.১-ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ওয়্যারলেস কানেক্টিভিটি।
আরও ফিচারের মধ্যে আছে ভেন্টিলেটেড সামনের আসন, ১০-ওয়ে ইলেকট্রিক ড্রাইভার আসন, JBL সাউন্ড সিস্টেম, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং ফিক্সড গ্লাস রুফ। পিছনের আসনের জায়গা পর্যাপ্ত আরামদায়ক।
টয়োটা দাবি করেছে, ইবেলা একবার সম্পূর্ণ চার্জে ৫৪৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এটি মারুতি ই ভিটারার ইভি, হুন্ডাই ক্রেটা ইভি, টাটা কার্ভ ইভি এবং এমজি জেডএস ইভির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। ভারতের বাজারে ইবেলা তার স্বতন্ত্র ডিজাইন এবং স্টাইলের কারণে আলাদা পরিচয় তৈরি করবে। দাম শিগগিরই ঘোষণা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


