Advertisement
গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের এন কে টেক্সটাইল কারখানার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন— একই গ্রামের বাসিন্দা শাহজালাল সিকদারের ছেলে মো. রায়হান (৮) ও রজব আলীর ছেলে মো. মোস্তাকিম (৮)।
স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে রায়হান, মোস্তাকিমসহ তিনজন শিশু ওই কারখানার পুকুর পাড়ে খেলছিল।
হঠাৎ পাড় ধ্বসে রায়হান ও মোস্তাকিম পুকুরে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।