আন্তর্জাতিক ডেস্ক : ছিপছিপে চেহারা, গায়ের রঙ হতে হবে ধবধবে সাদা। সোনালি চুল ও নীল চোখ হলে তো সোনায় সোহাগা। না না কোনও পাত্র পক্ষের বিজ্ঞাপন নয়, বিমানসেবিকা হওয়ার অন্যতম শর্ত এগুলিই। যাত্রীরা ছিপছিপে চেহারার অল্পবয়সী শেতাঙ্গ বিমানসেবিকা পছন্দ করেন, তাই এই শর্তগুলি পূরণ করলেই সুযোগ মিলবে বিমানসেবিকা হওয়ার! এমন বিদ্বেষমূলক নিয়োগের অভিযোগে উড়ানসংস্থার বিরুদ্ধেই মামলা করলেন দুই বিমানসেবিকা।
জানা গিয়েছে, আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। লস অ্যাঞ্জেলস টাইমের প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেড এয়ারলাইন্সের দুই বিমানসেবিকা সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন তাদের কাজ থেকে বিতাড়িত করার জন্য। চার্টার্ড বিমানের ওই দুই বিমানসেবিকার অভিযোগ, ইউনাইটেড এয়ারলাইন্স উচ্চপদস্থ কর্তা ও কলেজের স্পোর্টস টিমের জন্য আলাদাভাবে বিমানসেবিকা বাছাই করে। এই দুই শ্রেণির যাত্রীরা অল্পবয়সী, শেতাঙ্গ, ছিপছিপে আকর্ষণীয় চেহারার, বিশেষ করে সোনালি চুল ও নীল চোখের বিমানসেবিকাদের পছন্দ করেন। সেই কারণ দর্শিয়েই ওই দুই বিমানসেবিকাকে তাদের নির্ধারিত বিমান পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়।
ডন টড (৫০) ও ডার্বি কোজ়াদা (৪৪) নামক দুই বিমানসেবিকাকে চাকরি থেকে বরখাস্ত করার পরই তারা এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করেন বিদ্বেষের অভিযোগে। গত ২৫ অক্টোবর দায়ের হওয়া ওই মামলায় দাবি করা হয়েছে, ওই দুই বিমানসেবিকা তাঁদের বর্ণ, ধর্ম জাতীয়তাবাদ ও বয়সের ভিত্তিতে হেনস্থা ও বিদ্বেষের শিকার হয়েছেন। শুধু উড়ানসংস্থাই নয়, তার কর্মীরাও বিদ্বেষমূলক আচরণ করেছেন।
অভিযোগকারীণীদের দাবি, তাঁরা দুইজন ১৫ বছরেরও বেশি সময় ধরে ইউনাইটেড এয়ারলাইন্সের হয়ে কাজ করেছেন। প্রায় এক দশক ধরে তাঁরা এয়ারলাইন্সের ডজার ফ্লাইটের প্রোগ্রামে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাদের এই অভিযোগ খারিজ করে দেওয়া হয় কারণ তাঁরা শ্বেতাঙ্গ নন। ওই ডজার ফ্লাইট প্রোগ্রাম, যা চার্টার্ড বিমানের জন্য বিমানসেবিকা নিয়োগ করে, তার জন্য অল্পবয়সী, শ্বেতাঙ্গ, সোনালি চুল ও নীল চোখের যুবতীদের নিয়োগ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।