জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণের ২৪ ঘণ্টা পর এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত দুই যুবক। মুক্তিপণের টাকা পেয়েই শনিবার রাত সোয়া ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে মুক্তিপণ আদায় করে ফেরার পথে ঈদগাঁওয়ের কালিরছড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শালেক নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ঈদগাঁও ভাদিতলা এলাকার মো. গফুরের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি-অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
মুক্তি পাওয়া দুই যুবক হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তোফান আলীপাড়া গ্রামের গফুরের ছেলে আবু তাহের (২৪) ও ছৈয়দুল হকের ছেলে রিফাত (২০)।
মুক্তিপ্রাপ্ত যুবকদের পরিবার জানান, অপহরণকারীরা প্রথমদিন জনপ্রতি তিন লাখ করে দুইজনের কাছ থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে শনিবার আবারো অপহৃত যুবকদের পরিবারকে ফোন করে মুক্তিপণের টাকার ব্যাপারে তাগাদা দেয় অপহরণকারীরা। সারাদিন দর কষাকষি শেষে জনপ্রতি ৫০ হাজার করে উভয়কে ১ লাখ টাকায় মুক্তিপণে ছেড়ে দিতে সম্মত হয় তারা। অবশেষে শনিবার রাত সোয়া ৯টায় ১ লাখ টাকার বিনিময়ে অপহৃতদের অপহরণের একই স্থানে ছেড়ে দেয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঈদগড়-ঈদগাঁও সড়কের সত্বারা এলাকায় ২ যুবক অপহরণের শিকার হয়। অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার রাত সোয়া ৯টার দিকে অপহৃত আবু তাহের ও রিফাতকে এক লাখ টাকা মুক্তিপণে একই স্থানে ছেড়ে দেওয়া হয়।
ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, অপহরণের ঘটনায় বন্দুকসহ শালেক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি-অপহরণসহ সাতটি মামলা রয়েছে। এদিকে ঈদগাঁও থানা পুলিশ অপহরণ-ডাকাতি বন্ধে নিয়মিত পুলিশি টহল জোরদার করেছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।