জুমবাংলা ডেস্ক : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শ্রীপুর উপজেলা যুবদলের সদস্যসচিবকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের দফতর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন– গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা এবং শ্রীপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মাইদুর রহমান খান সজীব।
গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু বলেন, ‘কী কারণে ইমরান রেজাকে বহিষ্কার করা হয়েছে তার সঠিক কারণ আমি এখনও জানি না। তবে, শুনেছি মহানগরীর টাঙ্কিরপাড় এলাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।’
শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ জানান, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অফিস দখল করে ছবি ভাঙচুর করে শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিবস জীব। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিটিং করে এবং স্থানীয় একজন শিক্ষককে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।’
তিনি আরও বলেন, ‘দলের একজন দায়িত্বশীল নেতা বা কর্মীর কাছ থেকে দল এরকম কার্যক্রম আশা করে না, যাতে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।