জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে অনুমোদনবিহীন ৩১৩২ লিটার সয়াবিন তেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব সয়াবিন তেল জব্দ করে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার পুলিশ মাঝগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অনুমোদনহীন এসব তেল, বিপুল পরিমাণে খালি বোতল ও বিভিন্ন কোম্পানির লেবেল জব্দ করে পুলিশ।
এ সময় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম আজিজ রুবেল (৩৬) ও মিজানুর রহমানকে (২৪) আটক করা হয়।
বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনুমোদনহীন অবৈধ সয়াবিন তেল উৎপাদন করে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় বাজারজাত করে আসছে। আটকদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে (২০১৩) মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।