পুকুরে হাঁস নামায় দুই নারীকে পানিতে চুবানি ও মারধর

জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলা কুশঙ্গল ইউনিয়নে পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে চুবিয়ে ও পিটিয়ে দুই নারীকে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে নলছিটি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের মানপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় পিয়ারা বেগম নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলা কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে সুমা বেগম (২২)।

জানা গেছে, আজ সোমবার দুপুরে পুকুরে হাঁস নামা নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী নজরুল খানের পরিবারের লোকজনের ঝগড়া হয়। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে নজরুল খান ও আফজাল খান লাঠি দিয়ে পিটিয়ে পিয়ারা বেগম ও তার মেয়ে সুমা বেগমকে আহত করে। একই সঙ্গে তাদের পানিতে চুবানি দেন। পরে পুকুর পাড়ে উঠিয়ে আবারও বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে নলছিটি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে এ বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।