আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের একদল সফলভাবে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে গোপন অনেক নথিপত্র হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়েছে। আল তুফান (ঝড়) নামের ওই গ্রুপটি এই দাবি করেছে বলে প্রেস টিভি জানিয়েছে। গ্রুপটি দাবি করেছে, মানামাভিত্তিক মার্কিন নৌবহরটি এই অঞ্চলের নৌচলাচলে সমস্যার সৃষ্টি করেছে।
গ্রুপটি জানায়, উপসাগরীয় দেশ বাহরাইনের মার্কিন নৌঘাঁটির ভেতর থেকে তারা ছবি এবং পূর্ণাঙ্গ মানচিত্র-সংবলিত অনেক নথিপত্র তারা পেয়েছৈ। তারা তাদের হাতে আসা নথিপত্রগুলোর একটি ছোট উদাহরণ প্রকাশ করে জানায় যে ‘আমরা যা পেয়েছি, তা অনেক বড় এবং সেগুলো আমেরিকার শয়তানি দলের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনীর হাতে দিয়ে দেব।
তারা জানায় যে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ আন্দোলনের বীরদের জন্য এসব তথ্য ফাঁস করা হয়েছে।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হত্যাযজ্ঞ সত্ত্বেও তেল আবিবের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের প্রেক্ষাপটে এই এলাকায় উত্তেজনা বেড়ে গেছে। গাজায় ইসরাইলি হামলা চার মাস ধরে চলছে। ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া আরো আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বিধ্বস্ত বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে।
এই হামলার প্রতিবাদে ইয়েমেনের হাউছি যোদ্ধারা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইলের সাথে সম্পর্কি জাহাজগুলোতে হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে বাহরাইন। তারাই একমাত্র আরব দেশ, যারা ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নিয়েছে। তাছাড়া হামাসের ইসরাইলের অভ্যন্তরে হামলার বিরুদ্ধে প্রথম আরব দেশ হিসেবে বাহরাইনই নিন্দা জানিয়েছিল।
বিয়ের আগেই উদ্দাম রোমান্সে গর্ভবতী হয়ে পড়েছিলেন এই নায়িকারা
গত নভেম্বরে বাহরাইন সরকারের দুই মন্ত্রীর ওয়েবসাইটে আল-তুফান সাইবার হামলা চালায়। গাজায় চলমান যুদ্ধে ইসরাইলের অনুকূলে অবস্থান গ্রহণ করায় এই হামলা চালানো হয় বলে দাবি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।