জুমবাংলা ডেস্ক : রাজধানীতে শেখ মশিউর রহমান শাওন (২৪) নামে এক চিহ্নিত চোরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাসা ভাড়া করার নামে বিভিন্ন ফ্ল্যাটে ঢুকেন, এরপর সুযোগ বুঝে চুরি করে কেটে পড়েন।
শুক্রবার পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার পশ্চিম শেওড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতার শাওন একজন চিহ্নিত চোর। তিনি মূলত ‘টু লেট’, ‘বাসা ভাড়া দেওয়া হবে’- এমন পোস্টার ও সাইনবোর্ড ঝুলানো ভবনগুলোতে যান। সাধারণত যান সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে। কারণ এ ধরনের ভবনে মানুষ কম থাকে। আর স্কুল, অফিস খোলা থাকার ফলে ওই সময় সেখানে কেউ থাকে না। তাই বাসা ভাড়ার নাম করে এই সময়েই ভবনে ঢুকে পড়েন শাওন। এরপর ঘরের তালা ভেঙে সব চুরি করে পালিয়ে যান।
‘তার সঙ্গে সবসময় একটি ব্যাগ থাকে। সেই ব্যাগেই থাকে তালা ভাঙার যন্ত্রসহ চুরির যাবতীয় সরঞ্জাম। এই ব্যাগ নিয়েই তিনি ঘুরেন। আর কেউ জিজ্ঞাসা করলে নিজেকে ইলেক্ট্রিশিয়ান বলে পরিচয় দেন। তিনি গত চার বছর ধরে অর্ধশতাধিক বাসায় চুরি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’
ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় বাসা ভাড়ার নাম করে একটি ফ্ল্যাটে ঢুকেন শাওন। সেখানে চুরি করে অন্য বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুই জোড়া রুপার নূপুর, নগদ ১০ হাজার ৪৮০ টাকা এবং চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।