Advertisement
মণিপুরের ইমফলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের জাতিগত সহিংসতার পর এই প্রথমবারের মতো তিনি রাজ্যটিতে গেলেন।
২০২৩ সালের মে মাসে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়। এই সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং প্রায় ৬০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে, যাদের এখনো অস্থায়ী ত্রাণশিবিরে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল পাহাড়ি অঞ্চলের চুরাচাঁদপুর শহরের পিস গ্রাউন্ড। পরবর্তী গন্তব্য ইমফলের ঐতিহাসিক কাংলা ফোর্ট।
আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীকে জানানো হয় যে হেলিকপ্টারে চুরাচাঁদপুর যাওয়া সম্ভব নয়। নির্ধারিত সমাবেশস্থলে সড়কপথে যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি সড়কপথেই চুরাচাঁদপুর যাবেন, সময় যতোই লাগুক না কেন। এবং তিনি তাই করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।