জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের সৈকতে অত্যন্ত বিষধর একটি সামুদ্রিক সাপকে ঘুরে বেড়াতে দেখা গেছে। শুক্রবার (১১আগস্ট) রাতে শহরের সমিতিপাড়া এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতে হলদে পেটের সাপটি দেখা যায়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক আব্দুর রাশেদ মানিক সৈকতে এসে সাপটিকে দেখতে পান এবং সাপটির ফুটেজ ধারণ করেন। পরে সাপটি সাগরে চলে যায়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর আর. চৌধুরী গণমাধ্যমকে বলেন, হলদে পেটের এই সামুদ্রিক সাপটি খুবই বিষধর। এটি একটি পরিচিত সামুদ্রিক সাপ। কিন্তু তীরে এটি দেখা পাওয়ার ঘটনা বিরল। তবে ২-৩ মাসে কক্সবাজারে কয়েকবার এই সাপ দেখা গেছে।
তিনি বলেন, বেশিরভাগ সামুদ্রিক সাপই বিষধর এবং এগুলোর কোনো অ্যান্টি-ভেনম নেই। তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত। সাপ দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং সাপটিকে সমুদ্রে চলে যেতে দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।