ভিডিও করতে গিয়ে বিপদ, ছোবল দিয়ে মোবাইল নিয়ে যায় অজগর

অজগর সাপ

জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন মধ্য সোনাতলা গ্রামের পুকুরপারে হাঁসের পালে হানা দিয়ে দুটি হাঁস খেয়ে ফেলে অজগর সাপ।

অজগর সাপ

ওয়াইল্ড টিম ও সিপিজি সদস্যরা এসে উদ্ধার করে নিয়ে যান সাপটি। এ সময় মোবাইলে ভিডিও করার সময় এক যুবকের হাতের স্মার্টফোন ছোবল মেরে নিয়ে নেয় সাপটি। পরে তা উদ্ধার করা হয়।

মিজান খলিফার বাড়ির পুকুরপার থেকে ধরা হয় প্রায় ১২ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের অজগরটি। মারুফ নামের এক যুবক মোবাইলে সাপটির ভিডিও করতে গেলে অজগরটি ছোবল মেরে তাঁর হাত থেকে নিয়ে যায় স্মার্ট ফোনটি। মোবাইল ফোনটি প্রায় অর্ধেক পরিমাণ গিলে ফেলে।

নতুন প্রেমিকের সঙ্গে এটা কি করলেন শ্রাবন্তী