বিশ্বভারতী ২৯ মার্চের মধ্যের এস্টেট অফিসারের সামনে অমর্ত্য সেন বা তার কোনও প্রতিনিধিকে হাজির হতে নির্দেশ দিয়েছিল। অমর্ত্য সেন দেশের বাইরে থাকায় চার মাস সময় চেয়ে অনুরোধ জানিয়েছিলেন তার আইনজীবী। কিন্তু চারমাসের বদলে ১০ দিন সময় দিয়ে পাল্টা চিঠি পাঠিয়েছে বিশ্বভারতী।
নোবেলজয়ী অর্থনীতিবিদের আইনজীবী জানিয়েছেন, বুধবার শান্তিকেতনে প্রতীচীর নিরাপত্তারক্ষীদের হাতে একটি চিঠি দেওয়া হয়েছে অমর্ত্য সেনের নামে। এই চিঠিকে শোকজ ও শুনানির জন্য ১০ দিন মঞ্জুর করা হয়েছে। দশদিন মঞ্জুর করার পিছনে একাধিক যুক্তিও দেওয়া হয়েছে।
এর জবাবে পাল্টা চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী। আইনজীবীর যুক্তি,’যেহেতু দেশের বাইরে রয়েছেন স্যার। তাই এই সময়ের মধ্যে সব নথি নিয়ে যাওয়া সম্ভব নয়। এই নিয়ে পাল্টা চিঠি দেওয়ারও ভাবনাচিন্তা রয়েছে বলেও তিনি জানান।
বিশ্বভারতীর পক্ষ থেকে অবশ্য দশ দিন মঞ্জুর করার পক্ষে চিঠিতে একাধিক যুক্তি দেওয়া হয়েছে বলে জানা যায়। যদিও এ বিষয়ে বিশ্বভারতীর প্রতিক্রিয়া মেলেনি।
সম্প্রতি অমর্ত্য সেনকে চিঠি দিয়ে বিশ্বভারতী বলেছিল, তার বিরুদ্ধে ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন কেন প্রয়োগ করা হবে না, তার জবাব ২৪ মার্চ বা তার আগে জানতে হবে। পাশাপাশি, ২৯ মার্চ বিকেলে অমর্ত্য সেনকে সশরীর অথবা তার কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব তথা এস্টেট অফিসারের কাছে শুনানির জন্য হাজির দিতেও বলা হয়েছিল। তার প্রেক্ষিতেই চিঠি দিয়ে নোবেলজয়ীর আইনজীবী চার মাস সময় চেয়েছিলেন।
একাত্তরের গণহত্যা নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে আলোকচিত্র প্রদর্শনী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।