জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর পৌর শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের ছাদে বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও বানাতে গিয়ে বজ্রপাতে মেঘলা (২৫) নামে একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় মেঘলাকে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (২০ জুন) বিকালে শরীয়তপুর পৌর শহর সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলা ছাদে বৃষ্টি চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহত মেঘলা শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের, চিতুলিয়া গ্রামের বাসিন্দা। সে শরীয়তপুর ইসলামী চক্ষু হাসপাতের স্টাফ।
ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক মোস্তফা বেপারী বলেন, আজ আনুমানিক বিকাল ৩ টার দিকে আমাদের হাসপাতালের আয়া’ মেঘলা ও রিসিপশনের স্টাফ ইয়াসমিন দুজন মিলে বৃষ্টিতে ভিজে টিকটক ভিডিও করতে গিয়েছিলো। ইয়াসমিন সিড়ির চালের নিচে থেকে ভিডিও করছিলো আর ছাদের উপর মেঘলা নাচতেছিলো। পরে হঠাৎ বৃষ্টির মাঝে বজ্রপাতের কারনে নাচা অবস্থায় মেঘলা আহত হয়ে ছাদে পড়ে যায়। পরে ইয়াসমিনের হাত থেকে মোবাইলটি পড়ে যায়। এরপরে ইয়াসমিন সহ তার সহকর্মীরা মিলে শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করেন।
তিনি আরোও বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলায় হচ্ছে আমাদের ইসলামী চক্ষু হাসপাতাল। সেখান থেকে তারা দুজন ভিডিও বানাতে গেলে এই ঘটনা ঘটে। তবে সদর হাসপাতালের ডাক্তার বলেন সুস্থ হয়ে যাবে।
শরীয়তপুর সদর হাসপালের আবাসিক মেডিকেল অফিসার, ডা: সুমন কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করে বলেন,মেষলা নামে বেসরকারি ইসলামী চক্ষু হাসপাতালের একজন স্টাফ বজ্রপাতের ভিডিও করতে গিয়ে আহত হয়েছিল। সে সরকারি হাসপাতালে ভর্তি আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।